ছত্তিসগড়ের (Chhattisgarh) সুকমা (sukma) জেলায় গত শনিবার হওয়া এনকাউন্টারে (encounter) মাওবাদীদের (Maoist) হাতে বন্দী হন CRPF এর এলিট ফোর্স CoBRA commando। মাওবাদীরা ধৃতের ছবি প্রকাশ করেছে এবং সরকারের কাছে মধ্যস্ততাকরী পাঠানোর আহ্বান জানিয়েছে। যদিও এই বিষয়ে সরকারের কাছ থেকে সারা পাওয়া যায়নি।