পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দল বদলের হিরিক লেগেছে। তৃণমূল নেতারা যোগ দিচ্ছেন বিজেপি-তে। অতীতে দেখা যেত দল বদল হত কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভিতর। এখন তৃণমূলের বিক্ষুব্ধরা কেউ কংগ্রেসে যাচ্ছেন না বা কংগ্রেসের বিক্ষুব্ধরা কেউ তৃণমূলে যাচ্ছে না। সবার গন্তব্য বিজেপি। এমনকি তৃণমূলের বিক্ষুব্ধ নেতা আরাবুল ইসলাম যোগাযোগ রাখছেন আব্বাস সিদ্দিকীর দল ISF এর সাথে। তবে কি দল বদলের পুরানো খেলোয়াড় কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেল এই খেলা থেকে? এ ছাড়াও দেখা যাচ্ছে যে বিজেপি নির্বাচনী প্রচার তৃণমূলের দূর্নীতির বিরুদ্ধে হলেও তার মঞ্চে আছেন শুভেন্দু অধিকারী, মুকুল রায়, মিঠুন চক্রবর্তীর মত দূর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতারা।