নন্দীগ্রাম আন্দোলন নিয়ে রাজ্যও রাজনীতিতে আবার তরজা শুরু হয়েছে ১৪ বছর পরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে হিংসার জন্যে শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারী কে দায়ী করলেন ঠিক সেই মুহূর্তেই ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) [সিপিআই (এম)] তেলেবেগুনে জ্বলে উঠে সেই আন্দোলন কে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে আর মার্কিন গুপ্তচরদের চক্রান্ত বলে মাঠে নেমে পড়লো।
এর মধ্যে যেটা আজ উপলব্ধি করা দরকার তা হল নন্দীগ্রাম আন্দোলন কি একটা চক্রান্ত ছিল না সত্যিই একটি কৃষক আন্দোলন ছিল?