সম্প্রতি ছত্তিসগড়ের (Chhattisgarh) বস্তার অঞ্চলে ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) [সিপিআই (মাওবাদী) বা CPI(Maoist)] হামলায় ২৩ জন আধাসামরিক বাহিনীর সৈনিক মারা গেছেন ও আহত হয়েছেন অনেকেই। এই মাওবাদী হামলার খবর আসার পর থেকেই চরম রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। চলমান পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারেও এর প্রভাব পড়ে।
কিন্তু কেন হল এই মাওবাদী হামলা? এই মাওবাদী হামলার নৈপথ্যে কী আছে?