পিপল’স রিভিউ বাংলা আগ্রহী লেখকদের কাছ থেকে তাঁদের স্বরচিত প্রবন্ধ, প্রতিবেদন বা গবেষণা বা সাক্ষাৎকার গ্রহণ করে প্রকাশ করে। তবে এই প্রক্রিয়ায় আমরা কিছু শর্তাবলী মেনে চলি।
বাংলা লেখা পাঠানো
একটি প্রবন্ধ যেন ২০০০ শব্দের চেয়ে লম্বা না হয়।
সঠিক বানান, ব্যাকরণ এবং ভাব না থাকলে লেখা প্রকাশিত করা সম্ভব না।
আপনার লেখা আপনাকে পাঠাতে হবে সফট কপিতে । আমরা হার্ড কপি গ্রহণ করি না। যে ফন্টে আপনি লিখেছেন আপনার ফাইলে সেই ফন্টটি embed করে দেবেন। শুধু মাত্র *.docx, *.doc, *.odt, এবং Google docs এর ফাইল গ্রহণ করা হয়।
লেখাটি অবশ্যই এমন একটি বিষয়ের উপর হতে হবে যা পিপল’স রিভিউ এর বিষয়বস্তুগুলোর অন্তর্গত।
আমরা এমন লেখা প্রকাশিত করবো না যা
- কপিরাইট বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আধিকার উল্লঙ্ঘন করে।
- ইতিপূর্বে প্রকাশিত।
- বিষয়বস্তু হিসেবে গ্রহণীয় নয়।
- হিংসা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতা, ঘৃণা ছড়ায় এবং দাঙ্গার উস্কানি দেয় বা সাম্প্রদায়িক সম্প্রীতি কে ভাঙতে চায় বা কোন ধরণের অশান্তি ছড়ায় বা কোন বেআইনি কার্যকলাপ বা অপরাধ করতে মানুষ কে উস্কায় বা কোন অপরাধের পক্ষ ধারণ করে নিপীড়িত মানুষের বিরুদ্ধাচরণ করে।
- সরকারের স্তাবকতা করে বা কোন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার করে।
- গণতান্ত্রিক মূল্যবোধ, শোষিত মানুষের অধিকার, শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধে প্রচার করে।
- যে লেখা feature writing এর শ্রেণীতে পড়ে।
পিপল’স রিভিউ জনগণের সহায়তায় চলে আর তাই অর্থ দিয়ে লেখক কে সম্মানিত করার সামর্থ্য আমাদের নাই। তবে আমাদের সাইটের লেখাগুলো যেহেতু তাঁদের কপিরাইটে থাকবে তাই তাঁরা নিজেদের পোর্টফলিও তে এই লেখাগুলোর লিঙ্ক দিতে পারেন।
আপনার লেখা পাঠান peoplesreviewin@gmail.com এ আর বিষয়বস্তু লিখুনঃ Bengali Article Submission – আপনার প্রবন্ধের শীর্ষক।
আমরা আশা করবো যে আপনি আপনার লেখা অন্তত তিনবার পড়ে আমাদের পাঠাবেন। লেখা প্রকাশিত হওয়ার আগে খসড়া আপনা কে দিয়ে অনুমোদন করানো হবে।