রাজনীতি, অর্থনীতি, সমাজ ও বিশ্বের সাহসী বিশ্লেষণাত্মক ব্যাখ্যা
Coronavirus এর জন্যে কি NPR/NRC হবে না? NRC সিরিজ পর্ব ১
করোনা ভাইরাস সংক্রমণ, লকডাউন বা আম্ফান ঘূর্ণির মতন দুর্যোগ দেখে কি আপনার মনে হচ্ছে যে এনআরসি বা এনপিআর হবে না? আপনি কি জানেন নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ এর সাথে এনআরসি’র কোন সম্পর্কই নেই? আসুন চট জলদি জেনে নিই এনআরসি ‘র বিপদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
এই প্রবন্ধটি কি আপনার ভাল লেগেছে?
তাহলে মাত্র ৫০০ ভারতীয় টাকার থেকে শুরু করে আপনার সাধ্য মতন এই ব্লগটি কে সহযোগিতা করুন
যেহেতু আমরা FCRA-তে পঞ্জীকৃত নই, অতএব ভারতের বাইরের থেকে সহযোগিতা আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।