বেসরকারিকরণের প্রতিবাদে ব্যাঙ্ক ধর্মঘট কি জোর ধাক্কা দিল মোদী সরকারকে?

ভিডিও

অর্থবছর ২০২১-২২ এর বাজেট পেশ করার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীথারামন ঘোষণা করেন যে নরেন্দ্র মোদী-র সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ করবে, ব্যাঙ্ক আইনে সংশোধন করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেচে দেওয়া সহজ করবে ও দুইটি সাধারণ বীমা ও একটি জীবন বীমা কোম্পানি বেচে দেবে। “সব বেচে দে নরেন” এর এহেন চৈত্রের সেলের বিরুদ্ধে ব্যাঙ্ক কর্মচারীরা ১৫ই ও ১৬ই মার্চ দুইদিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট করলেন গোটা দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে।

এই ব্যাঙ্ক ধর্মঘট কে সমর্থন করে বাম ইউনিয়নগুলোর সাথে কিন্তু হাত মেলালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এর কর্মচারী সংগঠন। কৃষক আন্দোলন যে মুহূর্তে তুঙ্গে ঠিক সেই সময়ে দেশের ব্যাঙ্ক কর্মচারীদের ক্রোধের সামনে কি মোদী সরকার পিছু হটবে? ভিডিওটি দেখুন ও আপনার মতামত কমেন্টে আমাদের জানান।

এই প্রবন্ধটি কি আপনার ভাল লেগেছে?

তাহলে মাত্র ৫০০ ভারতীয় টাকার থেকে শুরু করে আপনার সাধ্য মতন এই ব্লগটি কে সহযোগিতা করুন

যেহেতু আমরা FCRA-তে পঞ্জীকৃত নই, অতএব ভারতের বাইরের থেকে সহযোগিতা আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।


আপনার মতামত জানান