এতদিন তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট ও কংগ্রেসের জোটসঙ্গী আব্বাস সিদ্দিকি-র ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ এবং আসাদুদ্দিন ওয়াইসি-র অখিল ভারত মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম কে মুসলিম ভোট কাটার অভিযোগে অভিযুক্ত করতো। বলা হত যে তাঁরা নাকি মুসলিম ভোট কাটার জন্যে নরেন্দ্র মোদী-র ভারতীয় জনতা পার্টি-র (বিজেপি) সাথে হাত মিলিয়ে কাজ করছে। অথচ এই বার সেই মুসলিম ভোট কাটার অভিযোগ স্বয়ং তৃণমূল কংগ্রেস-এর বিরুদ্ধে।
আসাম বিধানসভা নির্বাচনে ১২৬টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বার দেখা যাচ্ছে যে এই কেন্দ্রগুলোতে মুসলিম ভোট ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এইবার তৃণমূল কংগ্রেস-এর বিরুদ্ধে মুসলিম ভোট কাটার অভিযোগ তুলছে বামফ্রন্ট, কংগ্রেস আর বদরুদ্দিন আজমল-এর এআইইউডিএফ। এই নিয়ে বিস্তারিত আলোচনা দেখুন এই ভিডিওয়।