এইবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এইবার মুসলিম ভোট কাটার অভিযোগ

ভিডিও

এতদিন তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট ও কংগ্রেসের জোটসঙ্গী আব্বাস সিদ্দিকি-র ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ এবং আসাদুদ্দিন ওয়াইসি-র অখিল ভারত মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম কে মুসলিম ভোট কাটার অভিযোগে অভিযুক্ত করতো। বলা হত যে তাঁরা নাকি মুসলিম ভোট কাটার জন্যে নরেন্দ্র মোদী-র ভারতীয় জনতা পার্টি-র (বিজেপি) সাথে হাত মিলিয়ে কাজ করছে। অথচ এই বার সেই মুসলিম ভোট কাটার অভিযোগ স্বয়ং তৃণমূল কংগ্রেস-এর বিরুদ্ধে।

আসাম বিধানসভা নির্বাচনে ১২৬টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই বার দেখা যাচ্ছে যে এই কেন্দ্রগুলোতে মুসলিম ভোট ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এইবার তৃণমূল কংগ্রেস-এর বিরুদ্ধে মুসলিম ভোট কাটার অভিযোগ তুলছে বামফ্রন্ট, কংগ্রেস আর বদরুদ্দিন আজমল-এর এআইইউডিএফ। এই নিয়ে বিস্তারিত আলোচনা দেখুন এই ভিডিওয়।

এই প্রবন্ধটি কি আপনার ভাল লেগেছে?

তাহলে মাত্র ৫০০ ভারতীয় টাকার থেকে শুরু করে আপনার সাধ্য মতন এই ব্লগটি কে সহযোগিতা করুন

যেহেতু আমরা FCRA-তে পঞ্জীকৃত নই, অতএব ভারতের বাইরের থেকে সহযোগিতা আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।


আপনার মতামত জানান