২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূল কংগ্রেস-র সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র শুভেন্দু অধিকারী। শুভেন্দু সবে দশ বছর তৃণমূলের সরকারের মণ্ডা মিঠাই খেয়ে বিজেপিতে যোগদান করে নিজের উপর থেকে সব দুর্নীতির কেস শেষ করেছেন। মমতা ও শুভেন্দু দুজনেই দাবি করছেন যে নন্দীগ্রামের আসল কারিগর নাকি তিনিই।
এর সাথে সাথে দুইজনই প্রচারে নিয়ে আসছেন নিজেদের ব্রাহ্মণ পরিচয়। প্রশ্ন হল ব্রাহ্মণ পরিচয় কে সামনে রেখে যদি তাঁরা দাবি করেন নন্দীগ্রাম কৃষক আন্দোলনে কৃতিত্ব, তাহলে সেটা কি কোন ভাবেই মানা যায়?