নাগরিকত্ব নিয়ে মতুয়াদের কি সত্যি কথা বললেন অমিত শাহ?

ভিডিও

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly election /poll ) এর পঞ্চম দফার আগে নদীয়াতে (Nadia) নির্বাচনী জনসভা করেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি / BJP) নেতা ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই সভা থেকে তিনি নাগরিকত্ব সহ মতুয়াদের (Matua) ঢালাও প্রতিশ্রুতি দেন। নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ (সিএএ ২০১৯) CAA 2019 লাগু না হওয়ার দোষ চাপান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর।

এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে দেখা গেছে ভোটের আগে বাংলাদেশের ওরাকান্দিতে মতুয়া তীর্থে যেতে। আসলে নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act) নিয়ে মতুয়াদের আশা ভঙ্গ হওয়ার ফলে মতুয়াদের শান্ত করতেই কি এত ব্যস্ততা?

এই প্রবন্ধটি কি আপনার ভাল লেগেছে?

তাহলে মাত্র ৫০০ ভারতীয় টাকার থেকে শুরু করে আপনার সাধ্য মতন এই ব্লগটি কে সহযোগিতা করুন

যেহেতু আমরা FCRA-তে পঞ্জীকৃত নই, অতএব ভারতের বাইরের থেকে সহযোগিতা আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।


আপনার মতামত জানান