সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্ব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র একটি কথিত অডিও রেকর্ডিং ফাঁস করেন। রেকর্ডিং এ শোনা যাচ্ছে বন্দ্যোপাধ্যায় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী-র গুলি চালিয়ে চারজন পরিযায়ী শ্রমিক কে খুন করার বিচার চেয়ে আদালতে মামলা করার পরামর্শ দিচ্ছেন। এই টেপটি কে কেন্দ্র করে এক নয়া বচসা শুরু হয় কারণ যেই বন্দ্যোপাধ্যায় এই ঘটনার সিআইডি তদন্ত করার কথা বলেন অমনি বিজেপি এই অডিও টেপের দায় নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলে দেয়।
তাহলে কে প্রকাশ্যে আনলো এই অডিও টেপ? কে অনুমতি দিল রাজ্যের মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ করার? কী ভাবে বিজেপি-র হাতে পৌঁছে গেল এই অডিও টেপ?