ভোপাল গ্যাস দুর্ঘটনা থেকে এলজি পলিমার্স স্টাইরিন লিক – শুধুই কি দুর্ঘটনা না সমস্যা লুকিয়ে আরো গভীরে?
৭ই মে ভাইজ্যাগের এলজি পলিমার্স কারখানার থেকে বিষাক্ত স্টাইরিন গ্যাস লিকের সাথে মিল পাওয়া যাবে ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার। এই দুটোর মধ্যে কী গভীর মিল আছে?
সত্যি কি “শ্রমিক স্পেশাল” ট্রেন এর ৮৫% খরচ বহন করবে কেন্দ্র? না এটাও ১৫ লাখের মতন জুমলা ?
পরিযায়ী শ্রমিকদের জন্যে চালানো “শ্রমিক স্পেশ্যাল” ট্রেনের ৮৫% ভাড়া কি সত্যিই কেন্দ্রীয় সরকার দেবে না এটাও সেই ১৫ লাখ টাকা’র মতন একটা জুমলা ভাঁওতা? পড়ুন ও জানুন।