পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ গরিব মানুষ প্রতিবছর দলে দলে রাজ্যের বাইরে নিজেদের শ্রম বিক্রি করেন, দিন মজুরি করে পেট চালান। বর্তমানের এই লক ডাউনের সময়ে সব চেয়ে বেশি সমস্যায় পড়েছেন এই পরিযায়ী শ্রমিকেরা। আজ এক মাসের উপর তাঁরা কী ভাবে না খেয়ে, পুলিশের অত্যাচার সয়ে বেঁচে আছেন তা জানুন তাঁদের কথায়।
শওকতের বাড়ি বর্ধমানের কেতুগ্রাম। দিল্লী শহরের সীলামপুর অঞ্চলে বাস করেন। লক ডাউনের ফলে তাঁর জীবন কী ভাবে চলছে সেটা শুনুন তাঁর কথায়।শওকতের এই টেলিফোন সাক্ষাৎকার আমাদের পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে শুরু হওয়া এই সিরিজের প্রথম পর্ব।
শওকতের এই টেলিফোন সাক্ষাৎকার নিয়েছেন সৌম্য মণ্ডল।