দীর্ঘদিন ধরে রাজধানী দিল্লী-র সরকার পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করে আসছে। তবে সে দাবি মানা দূরের কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দিল্লীর বর্তমান ক্ষমতাগুলোও খর্ব করে দিল অনায়সে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লী (সংশোধনী) বিল, ২০২১ (জিএনসিটিডি বিল) এনে।
এই জিএনসিটিডি বিলে যে শুধু অরবিন্দ কেজরিওয়াল এর নেতৃত্বাধীন দিল্লী-র নির্বাচিত সরকারের হাত থেকে রাজ্যের সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকার কেড়ে নিল তাই নয়, বরং একটা সাবধানবাণীও দিয়ে রাখলো দেশের অন্য বিরোধী দল-শাসিত রাজ্যগুলোকেও। যখন কেজরিওয়াল কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দেওয়ার সপক্ষে দুই হাত তুলে নাচছিলেন তিনি কিন্তু এটা বোঝেননি যে তাঁর নিজের রাজ্যও এই মোদী সরকারের কোপ থেকে বাঁচতে পারবে না।
যদিও বিজেপি দিল্লীর বিধানসভা নির্বাচনে গো-হারা হেরেছিল, তবুও সেই নির্বাচনের ফলাফল কে অনায়সে পালটে ফেলে মোদী আজ সমগ্র দিল্লী শহরের শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলেন। এইবার কার পালা? জিএনসিটিডি বিলের মতন ঘাতক আইন এনে কোন জননির্বাচিত সরকার কে ফেলে দেবেন মোদী আর তাঁর বিজেপি? আলোচনা করলেন সৌম্য মণ্ডল।